ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ক্রিকেট পিছিয়েছে

বাংলাদেশ ক্রিকেট পিছিয়েছে

জাতীয় দলের সব ক্রিকেটার তার ছাত্র নন। তবুও যখন তাদের নিয়ে সমালোচনা করেন, পারফরম্যান্সের চুলছেড়া বিশ্লেষণ করেন তখন বেশ নমনীয় থাকেন। তিনি বিশ্বাস করেন, আজ না পারলেও কাল তারা পারবে। কিন্তু নাজমুল আবেদীন ফাহিমের ধৈর্য্যরে সব বাঁধ ভেঙে গেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে। শুধু নিজের ছাত্রদের নয়, গোটা দলকে নিয়ে কড়া সমালোচনা করলেন। বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স কেমন হতে পারে তা দেখা হয়ে গেছে। এমন চলতে থাকলে দেশের মাটিতেও বাংলাদেশ জিততে পারবে কি না সেই প্রশ্নও তুলেছেন বিসিবির সাবেক এই কোচ, ‘সামনে যদি আমরা একটা টুর্নামেন্ট করি, যেখানে নেপাল খেলবে, স্কটল্যান্ড খেলবে, নেদারল্যান্ডস খেলবে এবং বাংলাদেশ খেলবে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারব বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হবে? ক্রিকেটে হয়তো বুকে হাত দিয়ে বলার সুযোগ নেই। কিন্তু আমরা কি ওই বিশ্বাস রাখতে পারব। অনেকেই হয়তো বলবে স্কটল্যান্ডের ভালো সুযোগ থাকবে হয়তো। বাংলাদেশের যে সুযোগ নেই তা না। কিন্তু স্কটল্যান্ডের সুযোগ আছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত