ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অনূর্ধ্ব-১৬ ফুটবল শুরু আজ

অনূর্ধ্ব-১৬ ফুটবল শুরু আজ

ক্লাব লাইসেন্সিংয়ের অন্যতম শর্ত যুব দলের খেলা মাঠে গড়ানো। যার পরিপ্রেক্ষিতে গত ক’বছর ধরেই প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর অংশগ্রহণে অনূর্ধ্ব-১৮ ও ১৬ যুব দলের খেলা হচ্ছে। এরই মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অংশগ্রহণে চলছে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের খেলা। অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর অংশগ্রহণে অনূর্ধ্ব-১৬ ছেলেদের লিগ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দলের খেলা। অংশ নেয়া দলগুলো হলো- ফকিরেরপুল ইয়ংমেন্স, উত্তরা ফুটবল ক্লাব, ওয়ারী, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লুডি। তবে চ্যাম্পিয়নশিপ লিগে আট দল থাকলেও খেলছে না তিনটি।

জানা গেছে, নোফেল স্পোর্টিং ক্লাব খেলবে না বলে আগেই বাফুফেকে জানিয়েছে। আরেক দল ফরাশগঞ্জ দলবদলেই অংশ নেয়নি। বাকি এলিট একাডেমি বাফুফের নিজস্ব দল।

তাই এই দলটির খেলা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি দল থাকবে বিশ্রামে। লিগের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত