ঢাকায় আন্তর্জাতিক ভেটেরান্স অ্যাথলেটিকস

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ভেটেরান্স অ্যাথলেটিকসে অংশ নিতে যাওয়া সবার বয়স ৩৫ এর ওপরে। রৌদ্রের তাপদাহকে উপেক্ষা করে আগামীকাল বৃহস্পতিবার থেকে ছয় দেশের বর্ষীয়ান অ্যাথলেটদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। তবে তাপদাহকে এড়াতে দিনের দুই বেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সকাল ৬টা থেকে ১১টা ও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রায় ২০০ এবং বাকি পাঁচ দেশ শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান ও মালদ্বীপের দেড়শ অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষ ও মহিলাদের ২৯টি গ্রুপে ১০৫টি ইভেন্টে লড়বেন এই বর্ষীয়ান অ্যাথলেটরা। পুরুষদের ৩৫-৭০ ও মহিলাদের ৩৫ থেকে ৬৫ বয়সসীমায় খেলাগুলো অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব।