ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দক্ষিণ এশীয়তে পরিণত তিন জাতির কুস্তি!

দক্ষিণ এশীয়তে পরিণত তিন জাতির কুস্তি!

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের ক্রীড়াবিদদের নিয়েই ৪৫ বছর পর ঢাকায় আন্তর্জাতিক কুস্তি হওয়ার কথা ছিল। কিন্তু এখন তা দক্ষিণ এশীয় কুস্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে। কারণ এরইমধ্যে আসন্ন এই টুর্নামেন্টে খেলতে আগ্রহ প্রকাশ করেছে উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান। তার কথায়, ‘আমরা চেয়েছিলাম তিন দেশ নিয়ে টুর্নামেন্ট করতে। কিন্তু ভারত ও পাকিস্তানও খেলতে আগ্রহ প্রকাশ করেছে। তাই এখন তিন জাতির টুর্নামেন্ট হয়ে যাচ্ছে সাউথ এশিয়ান কুস্তি।’ ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ সবিস্তারে বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের প্রচার করেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দেখেই ভারত ও পাকিস্তানের কুস্তি কর্তারা যোগাযোগ করেছেন। তারা এই আসরে খেলতে চাইছেন।’ ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আগে ৪২ জন কুস্তিগীরদের জন্য আয়োজন করতে চাইলেও এখন তা বৃহৎ পরিসরে করতে হবে কুস্তি ফেডারেশনকে। সবশেষ ১৯৮০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক কুস্তি। সেখানে পাকিস্তানের নাসির ভুলু, দবির রফিক, ইংল্যান্ডের টার্নার, চীনের মাইটি চ্যাং খেলেছেন। এছাড়া স্কটল্যান্ড ও হাঙ্গেরির কুস্তিগীররাও অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত