ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধারণের পরামর্শ

ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধারণের পরামর্শ

কোপা আমেরিকার শুরুটা একদমই ভালো হয়নি ব্রাজিলের। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এই ম্যাচে ১৯টি শটের তিনটি কেবল লক্ষ্যে রাখতে পেরেছে ব্রাজিল। গ্রুপ ‘ডি’তে সেলেসাওদের পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করেছে তারা। কোপা আমেরিকার অল্প কিছুদিন আগে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল জুনিয়র। তার হাত ধরে শুরুতে কিছু ইতিবাচকতার ছাপও রেখেছিল তারা। কোপায় ভালো শুরু না হলেও নিজের কাজের ওপর আস্থা রাখছেন দরিভাল। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে এমনটি জানিয়েছেন তিনি। দরিভাল বলেন, ‘এটা স্বাভাবিক গত ম্যাচে আমরা সবাই ভিন্ন ফল আশা করেছিলাম। কিন্তু যেভাবে পারফর্ম করেছি, তার প্রশংসা করতেই হবে। যেভাবে আমরা প্রতিপক্ষকে ডিফেন্সে আটকে রেখেছি সেটিরও। আমি যা করছি এবং যা অর্জন করছি এ ব্যাপারে আত্মবিশ্বাসী। এটা এমন একটা কাজ, যা কেবল শুরু হলো। ভারসাম্য নিয়েই সেটি এগিয়ে যাচ্ছে। আমাদের শান্ত থাকতে হবে, ভারসম্য রাখতে হবে আর আত্মবিশ্বাসী হতে হবে। যদি আমাদের প্রতি ম্যাচেই দ্বিধা থাকে, যা করছি সবকিছুর ব্যাপারে, তাহলে আমরা কোনো গন্তব্যেই যেতে পারবো না।’ অনেকদিন ধরেই ব্রাজিল দলে তারকা ফুটবলারদের অভাব হয় না। কিন্তু হলুদ জার্সিতে দল হয়ে উঠা হয় না তাদের। এ ব্যাপারেও আশাবাদী দরিভাল। ভালো ফলাফল পাওয়ার জন্য সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন তিনি। দরিভাল মনে করিয়ে দিয়েছেন, এক রাতের মধ্যেই দল তৈরি করে ফেলা যায় না। সময় দিলে সফলতা আসবে। দরিভাল বলেন, ‘আমাদের সময়ের বদল, ট্রাঞ্জিশন বুঝতে হবে। আপনি এক রাতে একটা দল গড়ে ফেলতে পারবেন না। এটা স্বাভাবিক প্রক্রিয়া। শুধু শেষ ম্যাচে নয়, দল নেতিবাচকতার চেয়ে বেশি করে ইতিবাচকতা দেখিয়েছে প্রতিটি ম্যাচে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত