ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঘুচবে ভারতের খরা না দ. আফ্রিকার আক্ষেপ

ঘুচবে ভারতের খরা না দ. আফ্রিকার আক্ষেপ

ফাইনাল থেকে শুধু এক পা দূরত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই ফাইনালিস্টের দেখাই পেয়েছে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের মহাযজ্ঞ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই নামে প্রোটিয়ারা। কিন্তু সেমিতে গিয়েই খেই হারানো স্বভাব তাদের। এজন্য তাদের কপালে জুটেছিল লজ্জাজনক ‘চোকার্স’ তকমা। অবশেষে সেই আক্ষেপ ঘুচে অষ্টমবারের প্রচেষ্টায় ইতিহাস গড়ে আইসিসির ইভেন্টে শিরোপার মঞ্চে জায়গা নিশ্চিত করেছে প্রোটিয়ারা। অপর দিকে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। রঙিন পোশাকে আইসিসির ইভেন্টে টানা দ্বিতীয়বার ফাইনালে তারা। বিশ্বকাপের খরা কাটাতে আর একটা ম্যাচ বাকি আছে ভারতের সামনে। ২০১১ সালের পর এবার ২০২৪ সালে বিশ্বকাপ উঠবে কি না সেটা জানা যাবে শনিবার রাতে। এবার ফাইনাল খেলতে নামবে দুই অপরাজিত দল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজে মুখোমুখি হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে। ফাইনালে ওঠার পথটা সহজ ছিল না দক্ষিণ আফ্রিকার জন্য। তবে, ক্রিকেট দেবতা যেন এবার চিত্রনাট্য এভাবেই সাজিয়েছেন। গ্রুপপর্বে চার ম্যাচের প্রতিটিতে জিতেছে দলটি। ধুঁকে ধুঁকে হলেও নিজেদের বিজয়ীর বেশেই ছেড়েছে মাঠ। বাংলাদেশের সঙ্গে ম্যাচটিতে হারের কাছাকাছি গেলেও প্রোটিয়া ক্রিকেটারদের জেতার আত্মবিশ্বাস ছিল। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচে অবশ্য আধিপত্য রেখেই ম্যাচ নিজেদের করেছে। মাত্র ৭৭ রানে অলআউট করে লঙ্কানদের। পায় ছয় উইকেটের জয়। নেদারল্যান্ডসের সঙ্গে জয়ের ব্যবধান চার রান। নেপালের কাছে প্রায় হারতেই বসেছিল। রূপকথা লিখতে লিখতে হার মানে নেপাল, ব্যবধান মোটে এক রান। গ্রপপর্বের বাধা পেরিয়ে সুপার এইটে প্রোটিয়ারা একে একে হারায় যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। দুই স্বাগতিক দেশ ও বর্তমান চ্যাম্পিয়নদের ডিঙিয়ে সেমিতে ওঠে এইডেন মার্করামের দল। সেই জায়গায়, যেখানে বারবার আটকে যায় তারা। এবারও ভয় ছিল। প্রতিপক্ষ আফগানিস্তান সব এফোঁড়-ওফোঁড় করেই সেমিতে পা রাখে। যদিও, তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয় প্রোটিয়ারা। মাত্র ৫৬ রানে অলআউট করে তুলে নেয় ৯ উইকেটের জয়। জায়গা করে নেয় কাঙ্ক্ষিত বিশ্বকাপ ফাইনালে। অবশ্য ভারতের যাত্রা কঠিন ছিল না। একচ্ছত্র আধিপত্য রেখেই গ্রুপপর্ব থেকে সুপার এইট, সেখান থেকে সেমি ফাইনালে পা রেখেছে তারা। আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে আসর শুরু করা ভারত পাকিস্তানকে হারায় ছয় রানে। এই একটি ম্যাচই টানটান উত্তেজনায় ঠাসা ছিল। না হলে যুক্তরাষ্ট্রকে সাত উইকেটে হারিয়েছে এক তরফা খেলেই। গ্রুপপর্বে কানাডার বিপক্ষে শেষ ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর শুরু হয় সুপার এইটের লড়াই। যেখানে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া- কাউকেই পাত্তা দেয়নি ভারত। তিন ম্যাচের সবকটিতে জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। এতটুকু লড়াই জমাতে পারেনি ইংলিশরা। অসহায় আত্মসমর্পণে বিদায় নেয় আসর থেকে। তাতে, ভারত নিশ্চিত করে আরেকটি বিশ্বকাপ ফাইনাল। ফরম্যাট ভিন্ন হলেও বিশ্বকাপ তো বিশ্বকাপই। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এই ট্রফি আরেকবার ছুঁয়ে দেখতে পারেননি। দক্ষিণ আফ্রিকা শিরোপার কাছাকাছিও যেতে পারেনি। ফাইনালে শ্রেষ্ঠত্বের মুকুট জিততে কেউ কাউকে ছাড় দেবে না। জয়ের ধারাবাহিকতায় থাকা দুই দলের কে পা পিছলে শিরোপা হারায় সেটাই দেখার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত