ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৭৭ বছর বয়সে পদক জয়

৭৭ বছর বয়সে পদক জয়

সিনিয়র ও জুনিয়র অ্যাথলেটিকস হলেই ছুটে আসেন ট্র্যাকে। অনুজদের খেলা দেখে নিজের সোনালি অতীতের স্মৃতি রোমন্থন করেন। আর মাস্টার্স অ্যাথলেটিক্স হলে কথাই নেই, নেমে পড়ে ট্র্যাকে। জেতেন স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ। ৭৭ বছর বয়সেও যেন তারুণ্যে দীপ্যমান মুন্সীগঞ্জের সাবেক অ্যাথলেট হাবিবুর রহমান। ভারত ও পাকিস্তান বিভাজনের বছরেই (১৯৪৭) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড়ে জন্ম হাবিবুর রহমানের। স্বর্ণগ্রাম হাইস্কুলে পড়াকালীন সময়েই ১৯৬৫ সালে অ্যাথলেটিকসের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) আন্তঃস্কুল পর্যায়ের খেলায় নিজের স্কুলকে চ্যাম্পিয়ন করান। ১৯৬৮ সালে পশ্চিম পাকিস্তান যান ‘পাকিস্তান অলিম্পিক’ খেলতে। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষেও খেলেছেন। লড়েছেন আরসিটি (তিন দেশ নিয়ে টুর্নামেন্ট) টুর্নামেন্টে। দেশের অন্যতম সেরা নারী অ্যাথলেট সুলতানা কামালের সঙ্গেও ছিলেন পাকিস্তান সফরে। তবে জাতীয় পর্যায়ের খেলা ছেড়েছেন স্বাধীনতা যুদ্ধের আগেই। তবে অ্যাথলেটিকসকে ছাড়তে পারেননি বর্ষীয়ান এই অ্যাথলেট। ২০১০, ২০১২ ও ২০১৫ সালে অনুষ্ঠিত মাস্টার্স অ্যাথলেটিকসে তিনবার দ্রুততম মানব হয়েছেন। ৭৭ বছর বয়সেও দৌড়ে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলমান আন্তর্জাতিক ভেটেরান্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে লংজাম্পে রুপা ও ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতে নিয়েছেন তিন ছেলের জনক হাবিবুর রহমান। তার কথায়, ‘বয়স কোনো বিষয় নয়, খেলতে পারাটাই বড়। যতদিন বেঁচে থাকব, অ্যাথলেটিকস ট্র্যাকে আসব, খেলব, পদক জিতব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত