ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পেরুর বিপক্ষে বিশ্রামে মেসি, নিষিদ্ধ স্কালোনি

পেরুর বিপক্ষে বিশ্রামে মেসি, নিষিদ্ধ স্কালোনি

টানা দুই ম্যাচে জিতে কোপা আমেরিকার কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে আজ মাঠে নামবে আলবিসেলেস্তারা। চোটের কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না লিওনেল মেসি। তবে আলবিসেলেস্তেদের জন্য ধাক্কা হয়ে এসেছে আরো একটি দুঃসংবাদ। নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কানাডা ও চিলি দুই ম্যাচেই দেরি করায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কনমেবল। কানাডা ও চিলির বিপক্ষে টানা দুই জয়ে এরমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা।

পেরুর বিপক্ষে তাই বেঞ্চের খেলোয়াড় যাচাই করে দেখবেন বলে ঘোষণা দিয়েছিলেন স্কালোনি। সেক্ষেত্রে মেসির না থাকাটা স্বাভাবিকই ছিল এক অর্থে। সেখানে এবার থাকতে পারছেন না স্বয়ং কোচই। স্কালোনির নিষেধাজ্ঞার খবর গত শুক্রবার দুপুরে এসে পৌঁছায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। এমনকি ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কথা বলতে পারবেন না এই আর্জেন্টাইন কোচ। তার নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার ডাগআউট সামলাবেন সহকারী কোচ পাবলো আইমার। এছাড়া সাধারণ সহযোগীদের মধ্যে আইমারের সঙ্গে থাকবেন ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্তো আয়ালা। কোপা আমেরিকায় এবার দুই ম্যাচেই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়েছে আর্জেন্টিনা। তবে চিহ্নিত হয়েছে অভিষেক ম্যাচটিই বেশি। সেদিন ২০ মিনিটেরও বেশি সময় নিয়েছিলেন এই কোচ। সেই ম্যাচ শেষে এরজন্য ক্ষোভও প্রকাশ করেছিলেন কানাডার কোচ জেসে মার্শ।

নিষেধাজ্ঞার সঙ্গে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে স্কালোনিকে। চিলির বিপক্ষে ম্যাচের হাফটাইমের ১৫ মিনিটে উপস্থিত থাকতে না পারায় এই শাস্তি পাচ্ছেন তিনি। সেই ম্যাচে খেলোয়াড়রা মাঠে ফিরতে অতিরিক্ত দুই মিনিট সময় নেয়। সেই ১২০ সেকেন্ড শাস্তিযোগ্য অপরাধের পুনরাবৃত্তি হয়ে ওঠে। যে কারণে স্কালোনিকে নিষেধাজ্ঞা এবং এএফএকে জরিমানা গুনতে ।-

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত