এবার নিষিদ্ধ উরুগুয়ের কোচ

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়াতে পারেননি প্রধান কোচ লিওনেল স্কলানি। কোচ, অধিনায়ককে ছাড়াই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা। এবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মার্সেলো বিয়েলসা।

মূলত দেরি করে মাঠে প্রবেশ করায় এ শাস্তি পেলেন উরুগুয়ের কোচ। টুর্নামেন্টে চতুর্থ কোচ হিসেবে এ শাস্তি পেলেন তিনি। এর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি, চিলির রিকার্দো কারেগা ও ভেনেজুয়েলার ফের্নান্দো বাতিস্তাকে শাস্তি দিয়েছিল লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। নিষিদ্ধ হওয়া সব কোচই আর্জেন্টাইন। কনমেবল গত রোববার এক বিবৃতিতে জানায়, বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের পথে বিরতির পর দেরিতে আসায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোচ বিয়েলসা।

সঙ্গে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে উরুগুয়ের ডাগআউটে দাঁড়াতে পারবেন না বিয়েলসা। এমনকি দলের সংবাদ সম্মেলনেও আসতে পারবেন না তিনি।

গ্রুপ পর্বে এরইমধ্যে দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। বিয়েলসা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়াতে না পারলেও খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না তাদের। তবে যুক্তরাষ্ট্রের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই।