টিম হোটেলে ঘুম থেকে উঠতে দেরি করায় টিম বাস মিস করেছিলেন তাসকিন আহমেদ। পরে তাকে রেখেই বাস চলে যায় স্টেডিয়ামে। ১৫ মিনিট পর তাসকিন প্রাইভেট কারে করে স্টেডিয়ামে পৌঁছান। এই ভুলের জন্য বাংলাদেশি পেসার সতীর্থসহ টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। তার মতে, দেরি করা তাসকিনের জন্য বাস দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই। ঘুমের কারণে তাসকিন উঠতে দেরি করেন। এই সময় তাকে কয়েক দফা ফোন করা হলে সাড়া পাওয়া যায়নি। পরে নির্ধারিত সময়ে টিম বাস হোটেল ত্যাগ করে মাঠের উদ্দেশে রওনা হোন। টিম বাসার ছাড়ার পর তাসকিন প্রাইভেট কারে করে স্টেডিয়ামে পৌঁছান। বাংলাদেশি পেসারের রুমে গিয়ে তাকে জাগানো যেত কি না এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘দেখেন এই ব্যাপারগুলো এই রকম হয় না। ক্রিকেটের নিয়মে এগুলো নেই। ঘর থেকে ডেকে এনে, দল অপেক্ষা করবে- এসব হয় না। টিম কখনও অপেক্ষা করে না। এটা কোথাও হয় না। আমরা যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলে আসছি। আমার মনে আছে এমনও হয়েছে যে খেলোয়াড় পেছনে দৌঁড়াচ্ছে, দরজা লেগে গেছে; বাস চলে যাচ্ছে। কোনোভাবেই থামার সুযোগ নেই। একজনের জন্য পুরো দল আসলে থেমে থাকে না।’
তাসকিনের অপেশাদারিত্বের কারণে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে বাদ দিয়েই শেষ পর্যন্ত একাদশ গঠন করা হয় বলে খবরে প্রকাশিত হয়েছে। যদিও তাসকিনের দাবি, ঘুম থেকে উঠে মাঠে যেতে দেরি হওয়া একাদশ থেকে তার বাদ পড়ার কারণ নয়। তবে সাকিবের কথাতে অবশ্য ভিন্ন সুর পাওয়া গেলো, ‘জানি না যে তাসকিন কী কারণে খেলেনি। কারণ সে তো দলের সহ-অধিনায়ক। বলতে গেলে অটোমেটিক চয়েজ, তো যখন সে না খেলবে, স্বাভাবিকভাবে মানুষে মনে প্রশ্ন আসে এবং সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সেই কারণে বলেছে কিনা, যেই বলেছে, আমি তো সেটা বলতে পারবো না।’
ভারত ম্যাচের দিন আসলে কী ঘটেছিল, সেই ব্যাখা দিলেন সাবেক অধিনায়ক, ‘টিম বাস তো নির্দিষ্ট একটা সময়ে ছাড়ে। আর ক্রিকেটে আমরা যারা খেলোয়াড় আছি, তাদের একটা রুলসই। স্বাভাবিকভাবে বাস কখনোই অপেক্ষা করে না। যদি কেউ এরকম কখনও মিস করে, তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে। টিম ম্যানেজারের গাড়ি থাকে কিংবা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, ওখানে ট্রান্সপোর্টের সাপোর্ট অনেক কঠিন ছিল।’ সাকিবের দাবি, টসের ৫-১০ মিনিট আগে মাঠে আসার কারণেই তাসকিনকে একাদশে নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বাঁহাতি অলরাউন্ডার, ‘তাসকিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার ৫-১০ মিনিট আগে, খুবই কাছাকাছি সময়ে। তো স্বাভাবিকভাবেই ওকে সিলেক্ট করা ওই সময়ে কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য। যে খেলোয়াড় এমন অবস্থায় থাকে, তার জন্যও কঠিন। স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে। দলের সবাই এটা স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। তো ও সেটা স্বীকার করেছে এবং তারপর ওখানেই ওটা শেষ হয়ে গেছে।’