ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারত সফরে জিম্বাবুয়ে দলে পাকিস্তানি

ভারত সফরে জিম্বাবুয়ে দলে পাকিস্তানি

চলতি মাসেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এরইমধ্যে দল ঘোষণা করেছে দেশটি। দলে নতুন মুখ আছে একটি। ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটিং অলরাউন্ডার আন্তুম নাকভি। জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়ার পর জাতীয় দলে ডাক পেতে বেশি সময় লাগল না তার।

২৫ বছর বয়সি নাকভি পাকিস্তানি বংশোদ্ভূত। তার মা-বাবা দুজনই পাকিস্তানের হলেও তিনি জন্মগ্রহণ করেন বেলজিয়ামে। চার বছর বয়সে পরিবারের সঙ্গে তাকে আবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে হয়েছিল। ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেয়ার আগে সেখানে তিনি ছিলেন বাণিজ্যিক বিমানের লাইসেন্সধারী পাইলট। গত বছর দেশটির মিড ওয়েস্ট রাইনোজ দলের হয়ে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। লাল বলের ক্রিকেটে প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করে হইচই ফেলে দেন তিনি। গত জানুয়ারিতে নাকভি গড়েন নতুন এক ইতিহাস। প্রথম শ্রেণির ক্রিকেটে তো বটেই, স্বীকৃত যে কোনো ধরনের ক্রিকেটেই জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি, খেলেন অপরাজিত ৩০০ রানের ইনিংস। রেকর্ডটি প্রথম শ্রেণির হলেও জাতীয় দলে ডাক পেয়েছেন নাকভি টি-টোয়েন্টিতে।

এই সংস্করণে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৩৮ রান করেছেন তিনি ১৪৬.৮০ স্ট্রাইক রেটে। অফ স্পিনেও বেশ কার্যকর ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। ৭টি-টোয়েন্টিতে ধরেছেন ৯ শিকার। ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা দুই অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুটাকেও দলে রেখেছে জিম্বাবুয়ে।

দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার টেন্ডাই চাটারা। ভারত সিরিজে ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রায়ান বার্লের মতো অভিজ্ঞদের রাখেনি জিম্বাবুয়ে। বাদ পড়েছেন জয়লর্ড গাম্বিও। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। এই সংস্করণের জন্য নিজেদের নতুন করে গোছাচ্ছে তারা। জিম্বাবুয়ের এই দলে সবচেয়ে অভিজ্ঞ কেবল ৩৮ বছর বয়সি অধিনায়ক সিকান্দার রাজা। দেশের হয়ে ৮৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দলের দ্বিতীয় অভিজ্ঞ লুক জঙ্গুয়ে খেলেছেন ৬৩ টি-টোয়েন্টি। আগামী ৬ জুলাই শুরু হবে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ যথাক্রমে ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত