ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

বিসিবি-বাফুফের শুভেচ্ছা

বিসিবি-বাফুফের শুভেচ্ছা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)। মূলত এই দিনটিকে স্মরণ করে, ১৯৯৫ সাল থেকে এআইপিএস’র অধীনস্থ সব সদস্য দেশগুলোত ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়। বাংলাদেশে ক্রীড়া লেখক ও সাংবাদিকদের তিনটি সংগঠন রয়েছে। এই তিন সংগঠনের মধ্যে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বৈশ্বিক সংগঠন এআইপিএসের অধিভুক্ত। বাংলাদেশে দীর্ঘদিন থেকেই দিবসটি পালন করে আসছে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) কার্যালয়ে কেক কেটে পালন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ক্রীড়া সাংবাদিক দিবসে সবার আগে শুভেচ্ছা বার্তা দিয়েছে বসুন্ধরা কিংস। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বফুফে) ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন শুভেচ্ছা জানিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত