ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অলিম্পিকে বাংলাদেশের যে পাঁচ ক্রীড়াবিদ লড়বে

অলিম্পিকে বাংলাদেশের যে পাঁচ ক্রীড়াবিদ লড়বে

চলতি মাসের শেষ সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত অলিম্পিক গেমস। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ।

এরা হলেন- সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলাম এবং ওয়াইল্ড কার্ড পাওয়া চার ক্রীড়াবিদ সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন, দেশের ধ্রুততম মানব ইমরানুর রহমান ও শুটার রবিউল ইসলাম। শেষ পর্যন্ত অপেক্ষা করেও হতাশ হয়েছেন বক্সার সেলিম হোসেন। অন্যদিকে কোয়ালিফাইং মার্ক না করতে পাওয়ায় প্যারিসের টিকিট পাননি কোন গলফার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে এই তথ্য জানা গেছে। ২৬ জুলাই থেকে ১১ আগষ্ট ফ্রান্সের প্যারিসে বসছে সামার অলিম্পিকের আসর। ফি বছরের মতো এবারও এই গেমসে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। কেবল অংশ নেয়ার জন্যই গেমসে গিয়ে থাকেন লাল সবুজের ক্রীড়াবিদরা। কারণ বিশ্বমানের তাবৎ ক্রীড়াবিদের কাছে তাদের পারফরম্যান্স ম্লান হয়ে পড়ে। তাই অলিম্পিকে পদক জেতা যেন এখনো স্বপ্নের মতো বাংলাদেশের ক্রীড়াবিদদের কাছে। ২০১৬ রিও ডি জেনেরিও অলিম্পিকে বাংলাদেশ থেকে কোটা পেয়ে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন গলফার সিদ্দিকুর রহমান। ২০২০ টোকিও অলিম্পিকে এই যোগ্যতা অর্জন করেন আরচার রোমান সানা। এবার সেই দেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসাবে অলিম্পিক গেমসে সরাসরি খেলছেন আরচার সাগর ইসলাম। অন্যদের মধ্যে এশিয়ান ইনডোরে স্বর্ণ জেতায় ইমরানুর, বিশ্বকাপ শুটিংয়ে ভাল খেলায় শুটার রবিউল ইসলাম ও বিশ্ব সাঁতারে টাইমিংয়ে উন্নতি করায় টিকিট পেয়েছেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। ইমরানুর লন্ডনে নিজের মতো অনুশীলন করছেন। সামিউল থাইল্যান্ডে ও সোনিয়া বিকেএসপিতে অনুশীলন করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত