ভারতের শিরোপা জয়ের মধ্যদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ হয়েছে কয়েকদিন আগেই। তারও আগে সুপার এইটে শেষ হয়েছে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। দেশে ফিরে অধিকাংশ ক্রিকেটারই বিশ্রামে রয়েছেন। তবে মোস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয়ের সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় গেছেন তাসকিন আহমেদ। ঠিক এমন সময়ে এই টাইগার পেসারকে নিয়ে নেতিবাচক খবর প্রচার করছে কিছু গণমাধ্যম। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় নাকি তাকে ভারতের বিপক্ষে খেলানো হয়নি। নিজের বিরুদ্ধে এমন খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পাতায় বাংলা ও ইংরেজিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই পেসার। শুরুতেই তাসকিন লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে, বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি, ভক্তরা এটি সেইভাবে দেখবেন।’
এরপরই তাসকিন ভারতের বিপক্ষে ম্যাচের দিনের ঘটনার ব্যাখা দেন। তিনি লিখেছেন, ‘দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে, আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি এরইমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০-এ। আমরা সকাল ১০:১৫-তে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০-এ শুরু হয়েছিল।’
তাসকিনের দাবি, এইরকম খবর প্রকাশের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে, এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে।’
এরপরই তাসকিন স্পষ্ট করে দাবি করেছেন ঘুম থেকে দেরিতে ওঠার সাথে ম্যাচ না খেলার কোনও সম্পর্ক নেই, ‘যারা আমাকে চেনেন, তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না।’
যদিও সাকিব আল হাসান দাবি করেছেন, বাস মিস করে দেরিতে আসার কারণেই তাসকিনকে ম্যাচে খেলানো হয়নি। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, ওখানে আসলে যাতায়াতের সুবিধা একটু কঠিন ছিল। তো যখন তাসকিন মাঠে পৌঁছেছিল... টস হওয়ার ৫-১০ মিনিট আগে সম্ভবত। (ম্যাচ শুরুর) খুবই কাছাকাছি সময়ে আসলে। স্বাভাবিকভাবে ওই সময়ে ওকে দলে নেয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল। এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে... তার জন্যও একটু কঠিন।’
ঘটনার ব্যাখ্যার পর গণমাধ্যম কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তাসকিন বলেছেন, ‘আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি।
ভবিষ্যতে আমি আইনি ভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো যাতে কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আমার সব ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।’
উল্লেখ্য, ঘুম কেন্দ্র করে তাসকিনের ভারতের বিপক্ষে সুযোগ না পাওয়ার বিষয়টি বেশ কয়েকটি দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারের পর সেটি ভীষণ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।