ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইন্দোনেশিয়া যাচ্ছে ভলিবল দল

ইন্দোনেশিয়া যাচ্ছে ভলিবল দল

এশিয়ান পুরুষ অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে খেলতে ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ যুব ভলিবল দল। ২৩-৩০ জুলাই ইন্দোনেশিয়ার সুরাবায়াতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এশিয়ান ভলিবল কনফেডারেশনের (এভিসি) আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে চার গ্রুপে ১৬টি দল লড়বে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান ও কুয়েত। প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে বাংলাদেশের যুবারা নিবিড় অনুশীলন করছেন শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।

২০২২ সালের এই টুর্নামেন্টে চীনকে ৩-২ সেটে হারিয়ে পঞ্চম হয়েছিল লাল সবুজের যুবারা। কাতারকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল। আর কোয়ার্টার ফাইনাল খেলায় দক্ষিণ কোরিয়ার কাছে সরাসরি ৩-০ সেটে হেরে যায় লাল সবুজের দল। সেই ম্যাচে বাংলাদেশ প্রথম সেটে হারে ২৫-১৫ তে। দ্বিতীয় সেটে ব্যবধান ২৫-১৩। ঘুরে দাঁড়াতে পারেনি শেষ সেটেও।

এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ইরাককে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার কাছে ৩-২ সেটে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়। তাতে প্রি-কোয়ার্টার ফাইনালে পায় অন্য গ্রুপে রানার্স আপ হওয়া কাতারকে।

সেই ম্যাচে ৩-১ সেটে জিতে প্রথমবারের মতো এশিয়ান জুনিয়র ভলিবলের কোয়ার্টারে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবারের আসরে লাল সবুজের যুবাদের লক্ষ্য তিনে থাকা। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘গত আসরে আমরা পঞ্চম হয়েছিলাম। এবার তিনের মধ্যে থাকতে চাই। সেই লক্ষ্য নিয়েই ইন্দোনেশিয়া যাবে ছেলেরা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত