ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবিশ্বাস্যভাবে ‘টাই’ হলো ৫৯২ রানের ম্যাচ

অবিশ্বাস্যভাবে ‘টাই’ হলো ৫৯২ রানের ম্যাচ

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩৬ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ডটি এসেছিল ২০১০ সালে। ১৪ বছর পর সেই রেকর্ডটি ভেঙে দেওয়ার একেবারে নিকটে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল গ্ল্যামরগন। গ্লস্টারশায়ারের করা ৫৯২ রান পেরোতে পারলে তারা ইতিহাস গড়ে ফেলত। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই ম্যাচটি টাই হয়ে গেছে। দারুণ রোমাঞ্চকর এই লড়াই দেখা গেছে গত বুধবার। গত বুধবার ছিল গ্লস্টারশায়ার-গ্ল্যামরগন ম্যাচের শেষ দিন। লক্ষ্য তাড়ায় ইনিংসের একেবারে শেষ বলে গ্ল্যামরগনের দরকার ছিল ১ রান। গ্লস্টারশায়ারের পেসার আজিত সিং ডেলের লেংথ ডেলিভারিতে স্ট্রাইকে থাকা জেমি ম্যাকলরয় ব্যাট চালান। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা জেমস ব্রেসির হাতে। একটু পেছন দিকে শূন্যে লাফিয়ে দারুণ ক্ষিপ্রতায় গ্লাভস খুলে ফেলা এক হাতেই বলটি মুঠোবন্দি করলেন ব্রেসি। এরপর মাটি থেকে ওঠে বল ফেলেই এক ছুটে তিনি চলে গেলেন বাউন্ডারির কাছে! তার পেছনে তখন সতীর্থরা। দারুণ এক ইতিহাস গড়ার হাত থেকে বঞ্চিত করলেন গ্ল্যামরগনকে। এর আগে ৫৩৬ রানের লক্ষ্য তাড়া করে প্রথম শ্রেণির ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। ২০১০ সালে ভারতের দুলিপ ট্রফির ম্যাচে সাউথ জোনের বিপক্ষে সেই লক্ষ্য তাড়ায় ওয়েস্ট জোন ৩ উইকেটে জিতেছিল। সেই রেকর্ড ভাঙার দারুণ সুযোগ থাকলেও, অক্ষতই রয়ে গেল। কারণ গ্ল্যামরগন সমান ৫৯২ রান করেই থেমে গেল কাউন্টিতে। যা হতে পারত প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ম্যাচের শেষটা এত রোমাঞ্চ ছড়িয়েছে। অথচ চেল্টেনহ্যামের কলেজ গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে দুই দলই দুইশ’ রানের পুঁজিও তুলতে পারেনি। প্রথমে ব্যাট করে গ্লস্টারশায়ার অলআউট হয়ে যায় মাত্র ১৭৯ রানে, এরপর গ্ল্যামরগন প্রথম ইনিংসে তুলতে পারে কেবল ১৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় গ্লস্টারশায়ার। জেমস ব্রেসি ডাবল হান্ড্রেডের পর ক্যামেরন ব্যানক্রফট ও মাইলস হ্যামন্ডের সেঞ্চুরি হাঁকান। ফলে গ্লস্টারশায়ার ৫ উইকেটে ৬১০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তখন গ্ল্যামরগনের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৯৩ রানের। এমন অসম্ভব লক্ষ্য তাড়ায় মার্নাস লাবুশেন ও স্যাম নর্থইস্টদের অবিশ্বাস্য কিছুই করতে হতো। সেই অবিশ্বাস্য কিছু তারা প্রায় করেই ফেলেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত