ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানে খেলতে মুখিয়ে আছেন শান্ত

পাকিস্তানে খেলতে মুখিয়ে আছেন শান্ত

চার বছরেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। এই সফর দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এরইমধ্যে সফরসূচি চূড়ান্ত হয়ে গেছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ভালো করা যে সহজ বিষয় নয়, তা অবশ্য জানেন ও মানেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ও করাচিতে খেলবে দুটি টেস্ট। সেই দুই ম্যাচে নিজেদের সেরাটা নিংড়ে দিতে চান বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, ‘দল হিসেবে পাকিস্তান সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরতে আমরা মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময়ই চ্যালেঞ্জের ব্যাপার। তবে আমরা আমাদের সর্বোচ্চ ক্রিকেট খেলে এই রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী দলটিকে তাদের মাঠে মোকাবেলা করতে চাই।’ সূচি চূড়ান্ত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই সিরিজে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টেস্ট রয়েছে। একইসাথে এটা এই ফরম্যাটে আমাদের উন্নতি প্রদর্শনেরও মঞ্চ। সূচি চূড়ান্ত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই।’ আগামী ২১ আগস্ট শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ, যে সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ২৬ আগস্ট দুই দল পাড়ি জমাবে করাচিতে, সেখানে ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে বাংলাদেশ ও পাকিস্তান ১৩ বার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয়েছিল। প্রথমবার দুই দল ২০২১ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পরস্পরের মোকাবিলা করে। এখন পর্যন্ত হওয়া লাল বলের ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারেনি। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত