নিবিড় পর্যবেক্ষণে নাফিস ইকবাল

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লজিস্টিকস ম্যানেজারের দায়িত্বে রয়েছেন নাফিস ইকবাল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ সফরে ছিলেন সাবেক এই ব্যাটার। সেখান থেকে ফিরে চট্টগ্রামের বাসায় ছুটি কাটাচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই। হুট করেই গত শুক্রবার সকালে স্ট্রোক করেন তিনি। ঝুঁকি এড়াতে তাকে ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই মুহূর্তে নাফিসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নানারকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, অনেকটাই ঝুঁকিমুক্ত তিনি। যদিও তাকে আরও কয়েকটা দিন নিবিড় পর্ববেক্ষণে থাকতে হবে বলে জানিয়েছেন বিসিবির বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ‘স্ট্রোকের মতো জটিল জিনিসতো আসলে গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে এই মুহূর্তে তিনি স্টেবল আছেন। অন্তত আরো কয়েকটা দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। গত রাত থেকেই তার অবস্থা উন্নতির দিকে। এখন কথাও বলতে পারছেন। পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কয়েক সপ্তাহ লাগবে। বিশেষজ্ঞ ডাক্তাররা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নাফিসের অবস্থা পর্যবেক্ষণ করছেন।’ নাফিসের মস্তিষ্কে কী হয়েছে, সে বিষয়ে দেবাশিষ বলেছিলেন ‘এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।’ রোগটি বিরল হলেও চিকিৎসকদের বরাত দিয়ে দেবাশিষ বলেছেন, ‘কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানে ভর্তি করা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। আমরা আশাবাদী কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন নাফিস।’ সম্প্রতি নাফিস জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দলের সফরসঙ্গী ছিলেন। দেশে ফিরে ক্রিকেটার, কোচিং স্টাফদের মতো তিনিও ছুটিতে ছিলেন। নাফিস ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায়। শুক্রবার প্রচণ্ড মাথাব্যথা আর দুর্বলতা নিয়ে চট্টগ্রামের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি হলেও বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় তাকে। নাফিসের অসুস্থতার খবরে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তামিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা।