ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করছি’

‘প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করছি’

অধিনায়ক হলেও খেলার কোনো নিশ্চয়তা নেই লুইস সুয়ারেসের। জয় দিয়ে শুরুর পর দুটি ম্যাচে তাকে স্বল্প সময়ের জন্য মাঠে নামিয়েছিলেন কোচ মার্সেলো বিয়েলসা। এ নিয়ে একটুও আপত্তি নেই সুয়ারেসের। বরং সব কিছু উপভোগ করছেন শেষের ডাক শুনতে পাওয়া উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে দারুণ ফুটবল উপহার দিয়েছে উরুগুয়ে। তিন ম্যাচে ৯ গোল করে অপরাজিত থেকেই কোয়ার্টার-ফাইনালে নাম লিখিয়েছে যৌথভাবে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ীরা। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬৮ গোল করা স্ট্রাইকারের তেমন অবদান ছাড়াই ছুটছে উরুগুয়ে। আর দলের সাফল্য দেখে তুষ্ট সুয়ারেসও। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সকালে ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। ক্যারিয়ারের অন্তিম লগ্নে পৌঁছে যাওয়ার বিষয়টি টের পেতে শুরু করেছেন তিনি। ‘প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করছি আমি। বয়স যত বাড়বে, সবকিছু অনেক উপভোগ করবেন। সেটা হোক অনেক বেশি খেলা বা কম সময়। কারণ আপনি জানেন, (আপনার জন্য) ফুটবলের দীপ্তি ধীরে ধীরে নিভে যাচ্ছে। এখন আমি শুধু স্কোয়াডের আরেকজন খেলোয়াড় মাত্র। আপনারা এরই মধ্যে সেটি দেখেছেন। খেলি বা না খেলি, আমি যা করছি তা নিয়ে খুশি আছি। যতটা সম্ভব দলকে সাহায্যের চেষ্টা করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত