ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাইব্রেকারে উরুগুয়ের বাজিমাত

ব্রাজিলের স্বপ্নভঙ্গ
টাইব্রেকারে উরুগুয়ের বাজিমাত

কাতার থেকে যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া থেকে উরুগুয়ে। আবারো যেন ফিফা বিশ্বকাপ ২০২২-এর পুনরাবৃত্তি ঘটল ব্রাজিল ফুটবলে। কোয়ার্টার ফাইনালের সেই টাইব্রেকারেই আবারো স্বপ্নভঙ্গ হলো সেলেসাওদের। বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরোনো এই টুর্নামেন্টের চলতি আসরের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে উরুগুয়ে। একইসঙ্গে মার্সেলো বিয়েলসার দলটি শিরোপার আরো নিকটে চলে গেছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। পুরো ম্যাচে দর্শকদের জন্য উপভোগ্য ফুটবল উপহার দিতে পারল না কোন দলই। একের পর এক ফাউলে বারবার থমকে গেল খেলা। মেরে খেলার স্রোতে রদ্রিগোকে মারাত্মক ফাউল করে ডিফেন্ডার নান্দেজ লাল কার্ড পাওয়ায় শেষের ১৫ মিনিট একজন কম নিয়ে খেলে উরুগুয়ে, তবু সুযোগ কাজে লাগাতে পারেনি দরিভাল জুনিয়রের দল। পরে পেরে উঠেনি টাইব্রেকারের স্নায়ু চাপে। লাস ভেগাসে মূল ম্যাচ গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। প্রথমার্ধে দুই দল ছিলো সমানে-সমান। বল দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে ছিলো ব্রাজিল। ৩৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন দারউইন নুনেজ। লম্বা ক্রস বক্সে এসে পড়লে ফাঁকায় হেড করার জায়গা পেয়েছিলেন লিভারপুল তারকা, কিন্তু তিনি মারেন অনেক উপর দিয়ে। খানিক পরই গোলরক্ষককে একা পেয়ে সুযোগ হারান রাফিনহা। ব্রাজিলের তরুণ সেনসেশন এন্দ্রিক প্রতিপক্ষের রক্ষণে বারকয়েক আতঙ্ক ছড়িয়ে একাধিক ফ্রি-কিক আদায় করেন। সেসব কাজে লাগাতে পারেনি ব্রাজিল। এন্দ্রিক নিজেও প্রতিপক্ষের রক্ষণের ভুলে বক্সের ভেতর বল পেয়ে তালগোল পাকান, কাটব্যাক করে সতীর্থকে দিতে গিয়ে হারান বলের নিয়ন্ত্রণ। বিরতির পর চলতে থাকে একের পর এক ফাউল। প্রায় প্রতি মিনিটেই ফাউলের কারণে খেলা থমকে যাচ্ছিল। কোনো দলকেই ধারালো আক্রমণের পথে পাওয়া যাচ্ছিল না। ৭৪ মিনিটে ধাক্কা খায় উরুগুয়ে। মাঝমাঠ থেকে বল নিয়ে তীব্র বেগে ছুটছিলেন রদ্রিগো। তাকে পেছন থেকে এসে বিপদজনক ট্যাকল করেন নান্দেজ। রেফারি শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআর পরীক্ষায় যান। খতিয়ে দেখার পর এই ফাউলে আসে লাল কার্ড। শেষের কয়েক মিনিট ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। তবু তাও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। রক্ষণে শক্তি বাড়িয়ে শেষের কয়েক মিনিট পার করে দেয় উরুগুয়ে। ধারালো সুযোগ না পেলেও অল্প বিস্তর যা এসেছিল তাও কাজে লাগেনি। ৮৪ মিনিটে ফাঁকা থাকা এন্দ্রিকের শট সহজেই ঠেকান উরুগুয়ের গোলরক্ষক। টাইব্রেকারে ব্রাজিলের মিলাতাও আর লুইস গড়বড় করলে আরো কোপা আমেরিকার সেমিফাইনালের আগে বাদ পড়ার হতাশায় ডুবতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত