ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘুরে দাঁড়াতে সময় চাইলেন ব্রাজিলের কোচ

ঘুরে দাঁড়াতে সময় চাইলেন ব্রাজিলের কোচ

এবারের কোপা আমেরিকায় অভিজ্ঞদের ছাড়াই তারুণ্যনির্ভর দল নিয়ে লড়তে হয়েছে ব্রাজিলকে। চোটের কারণে দীর্ঘদিন ধরে দলে নেই নেইমার। থিয়াগো সিলভা, কাসেমিরোর মতন অভিজ্ঞরাও বাদ পড়েছেন। তরুণদের উপর ভরসা করলেও তারা দেখাতে পারেননি আশা। ফলে সেমিফাইনালের আগেই বিদায় নিয়ে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশ সময় গতকাল রোববার সকালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। মূল ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল একদমই ছন্নছাড়া ও ধারহীন। গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলের প্রথম শটেই ব্যর্থ হন এদের মিলিতাও। পরে গাব্রিয়েল মার্তিনেল্লির শট ফিরে আসে পোস্টে লেগে। উরুগুয়ে জিতে যায় ৪-২ গোলে। হারের সঙ্গে খেলার ধরন নিয়ে বেশ প্রশ্নের মুখে পড়েছে ঐতিহ্যবাহী দলটি। হারের দায়ভার নিচ্ছেন কোচ দরিভাল জুনিয়র। তিনি মনে করেন ঘুরে দাঁড়াতে সময়ের প্রয়োজন তাদের। ব্রাজিল কোচ বলেন, ‘এই দল সংস্কার ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি কেবল ৮ ম্যাচ কোচিং করালাম। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পথচলায় বাধা আসবে। নক আউট ম্যাচে আমরা হেরেছি, যা প্রত্যাশিত ছিলো না।’ ব্রাজিলকে মানুষ শিরোপা জিততে দেখতে চায়। দরিভালও জানেন এটা। এর বাইরে কোন কিছুই সাফল্য হিসেবে বিবেচিত হবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত