ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তান সফর

চট্টগ্রামে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প

চট্টগ্রামে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে যে যার মতো করে বিশ্রামে সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসরা। তবে এই ছুটি আর বেশি দিন স্থায়ী হচ্ছে না। ঘনিয়ে আসছে পাকিস্তান সফরের দিনক্ষণ। আগস্টের শেষ সপ্তাহে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে শুরু হবে টাইগারদের প্রস্তুতি। আগামী ২০ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টেস্ট দলের প্রস্তুতি। ২৯ জুলাই পর্যন্ত চলবে প্রস্তুতি ও ম্যাচ অনুশীলন। বাংলাদেশ টাইগার্স ও জাতীয় দলের ক্রিকেটাররা দু’দলে ভাগ হয়ে দুটি এক দিনের, দুটি টি২০ ও দুটি তিন দিনের ম্যাচ খেলবেন। সাদা বলের খেলা আগে শুরু হলেও লাল বলের খেলা অনুষ্ঠিত হবে সবার শেষে। জাতীয় দলের ক্রিকেটাররা আগে লাল বলের ম্যাচে খেলার সুযোগ পাবেন। কারণ সীমিত ওভারের ম্যাচগুলো শুরু হবে আগে, এইচপি দলের অস্ট্রেলিয়া সফর মাথায় রেখে। জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেওয়ার ছয় দিন আগেই অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি। পরের অনুশীলন হবে ‘এ’ দল ও জাতীয় দল মাথায় রেখে। চট্টগ্রামে লাল বলের প্রস্তুতি শেষ করে ক্রিকেটাররা ঢাকায় ফিরবেন ২৯ জুলাই। ৬ আগস্ট ‘এ’ দলের পাকিস্তান যাত্রা। সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এদিকে এইচপিরঅস্ট্রেলিয়া যাত্রা ১৪ জুলাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত