ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে মুশতাক আহমেদ

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে মুশতাক আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুশতাক আহমেদকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ শেষেও তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথাও ছিল। কিন্তু পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনারকে অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ হিসেবে লুফে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির সঙ্গে মুশতাকের ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই। এর আগে দুই মেয়াদে ইংল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ হিসেবেও কাজ করেছিলেন তিনি। যদিও এবারের চুক্তিটি স্বল্পমেয়াদি। বর্তমানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে যুবারা। মুশতাক জানান, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত হওয়ার আগে কোনো ক্রিকেট বোর্ড তাকে প্রস্তাব দেয়নি। অথচ কিছুদিন আগে বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘মুশতাকের সঙ্গে আমরা চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে। ’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত