ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্কুলে ক্যারম প্রতিযোগিতা

স্কুলে ক্যারম প্রতিযোগিতা

ক্যারমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে ক্যারম ফেডারেশন। নতুন খেলোয়াড় তুলে আনার উদ্যোগ নিয়েছে তারা। যার অংশ হিসাবে ঢাকার তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যারম প্রতিযোগিতার আয়োজন করেন সাধারন সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। বায়তুশ শরফ জব্বরিয়া স্কুল অ্যান্ড কলেজের খেলায় ছেলেদের বিভাগে আপন চ্যাম্পিয়ন ও মোরশেদ রহমান রানারআপ এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ণ হয় আফসানা মিনি ও রানারআপ হয় তিন্নি দাস। এই স্কুলের ৪০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে ছেলেদের বিভাগে শামীম আহমেদ চ্যাম্পিয়ন ও রেজভী রানারআপ এবং মেয়েদের বিভাগে নন্দীতা দাস ও রানারআপ হুমায়রা। অন্যদিকে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগতায় চ্যাম্পিয়ন নওশিন আক্তার এবং রানারআপ হয় উম্মে হাবিবা। আশরাফ আহমেদ বলেন, ‘আমরা স্কুল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া শুরু করেছি। যার অংশ হিসাবে ঢাকার তিনটি স্কুলে প্রতিযোগিতার মাধ্যমে সেরাদের খুঁজে বের করেছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত