ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিক্সিংয়ে জড়িত রেফারি পরিচালনা করবেন ইংল্যান্ডের ম্যাচ

ফিক্সিংয়ে জড়িত রেফারি পরিচালনা করবেন ইংল্যান্ডের ম্যাচ

ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা তেমন একটা শোনা যায় না। তবে আন্তর্জাতিক পর্যায়ে যে দু-একটা ঘটনা ঘটে, সেগুলোতেও কঠোর অবস্থান নেওয়ার কারণে তা আর ডালপালা গজাতে পারে না। এমনই এক ম্যাচ ফিক্সিংয়ে জড়িত রেফারি পরিচালনা করতে যাচ্ছেন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সেমিফাইনাল ম্যাচটি। জার্মান ফেলিক্স জোয়েরকে উয়েফা এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। তার অতীতটা বেশি সুবিধার নয়। ৪৩ বছর বয়সি এই রেফারিকে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে আড়াই বছরের জেল দেয় জার্মান আদালত। পরে তিনি আপিল করলে জার্মান ফুটবল ফেডারেশন ২০০৬ সালে তা ৬ মাসে নামিয়ে নিয়ে আসে। সঙ্গে সেই ম্যাচের সহকারী রেফারি রবার্ট হোয়েজেরও ছিলেন। তবে জোয়ের ছয় মাসের সাজা হলেও হোয়েজকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। জোয়েরের সঙ্গে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের একটা ঝামেলা দীর্ঘদিনের। এর আগে বুন্দেসলিগাতে থাকাকালীন এই জোয়েরের সঙ্গে একবার ঝামেলা হওয়ার কারণে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল, বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলারকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত