চাকরি ছাড়ছেন কিউরেটর হেমিং

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট মাঠ ও মাটির বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংকে ২০২৩ সালের ১৭ জুলাই নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন হেমিং। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকার ক্রিকেট মাটি বিশেষজ্ঞ ও পরামর্শক ছিলেন। অত্যন্ত পরিশ্রমী হেমিং দারুণ কাজ করে মন জয় করে নিয়েছিলেন বাংলাদেশেও। কিন্তু ১ বছর আগেই চাকরি ছেড়ে চলে যাচ্ছেন তিনি। পারিবারিক কারণেই তার বিদায় নিতে হচ্ছে। এর আগে হেমিং আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালট্যান্ট ছিলেন। এ ছাড়া তিনি পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী হেমিংকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ। আমাদের ক্রিকেট পরিকাঠামোকে উন্নত করার জন্য ব্যাপক জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। তার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি এবং কাজের প্রতি নিবেদন বাংলাদেশে মাঠ প্রস্তুতিতে ভিন্ন স্তরে নিয়ে গেছে। যা পরবর্তীতে আমাদের জন্য বড় প্রভাব রাখবে।’