বাফুফের নির্বাচনি সভা স্থগিত!

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির মেয়াদ রয়েছে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করার ইচ্ছে কমিটির অধিকাংশ সদস্যের। তাই ভোট বাড়াতে সদ্য অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চারটি ক্লাবকে কাউন্সিলরশিপ দিয়েছে বাফুফে। এরপরই নির্বাচন নিয়ে নির্বাহী সভার আয়োজন করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রা সংস্থাটি।

আগামী শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনি সভা হওয়ার কথা ছিল। কিন্তু ৪৮ ঘণ্টা আগে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী কমিটির সদস্যদের খুদে বার্তার মাধ্যমে বাফুফে সচিবালয় শনিবারের সভা স্থগিতের বিষয়টি জানায়। একটি সূত্রে জানা গেছে, ১৩ জুলাই শনিবার বিকালে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ব্যাব) বিকালে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রয়েছে। সেই ফাইনালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত হতে পারেন, সে জন্যই সভা স্থগিত করা হয়েছে। শনিবারের সভা স্থগিত হলেও ওই সপ্তাহে সভা আয়োজনের সম্ভাবনা বেশি। ১৭ জুলাই আশুরা উপলক্ষ্যে সরকারি ছুটি। নির্বাচন এগিয়ে এনে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে আনতে বাফুফের ২-৩ কর্মকর্তা বেশ উৎসাহী। বাকিরা অবশ্য ৩ অক্টোবর মেয়াদ পূরণের আগে নির্বাচনে আগ্রহী নন। কোন পক্ষ জয়ী হন, সেটাই দেখার বিষয়।