ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল

বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল

আগামী ১৮ আগস্ট থেকে নেপালে শুরু হতে যাচ্ছে সাফ পুরুষ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। দশরথ স্টেডিয়ামে দুই গ্রুপে অংশ নিবে ৬ দেশ। ‘এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। গ্রুপ ‘বি’তে ভারত, মালদ্বীপ ও ভুটান। ১৮ আগস্ট শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৯ আগস্ট ভুটানের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের সাফ মিশন শুরু হবে ২০ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২১ আগস্ট মালদ্বীপ ও ভুটানের ম্যাচ। ২২ আগস্ট বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। ২৩ আগস্ট মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। গ্রুপ পর্ব শেষে একদিন বিরতি দিয়ে ২৫ ও ২৬ আগস্ট দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বয়সভিত্তিক এই সাফ টুর্নামেন্টের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত