ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ চ্যাম্পিয়ন

বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রথম দক্ষিণ এশিয় টার্গেটবল চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মেয়ে দুই বিভাগেই শিরোপা জিতেছে বাংলাদেশ।

গত বৃহস্পতিবার রাতে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে ভারতকে ২০-১৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরে মেয়েদের ফাইনালে স্বাগতিক নেপালকে ১২-৮ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লাল সবুজের মেয়েরা।

প্রথমবার বিদেশে খেলতে গিয়েই দুটি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরছে বাংলাদেশের এই ডিসিপ্লিনটি। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াইটসআপে কাঠমান্ডু থেকে টার্গেটবলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও কোষাধ্যক্ষ বিএম শহিদ জানান, পাঁচ দেশের (ভারত, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ) এই টুর্নামেন্টের পুরোটা সময়েই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। তাই দক্ষিণ এশিয়ার সেরা দল এখন লাল সবুজের ছেলে ও মেয়েরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত