‘আমি সুস্থ হয়ে উঠছি’

থাইল্যান্ডে চিকিৎসাধীন নাফিস ইকবাল

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সপ্তাহখানেক আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসাপাতালে ভর্তি হন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। তবে অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হয় ৩৯ বছর বয়সি সাবেক এই ব্যাটসম্যানকে। এখনো সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন নাফিস ইকবাল। থাইল্যান্ডের হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন জাতীয় দলের সাবেক এ ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নাফিস জানান, আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে তার। গত বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে সাবেক ওপেনার লিখেন, ‘আল্লাহর রহমত ও আমার প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন ও দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি আলহামদুলিল্লাহ।’ নাফিস ইকবাল ভেনাস থ্রম্বোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন বলে এর আগে জানিয়েছেন বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। অর্থাৎ, তাঁর মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ বলে জানিয়েছিলেন দেবাশীষ বিশ্বাস। বর্তমানে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজারের দায়িত্ব পালন করা নাফিস ইকবাল সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই, তামিমের চেয়ে বছর তিনেকের বড়। বাংলাদেশের হয়ে অবশ্য খুব বেশিদিন খেলতে পারেননি। ওয়ানডেতে ২০০৩ সালে নিজ এলাকা চট্টগ্রামেই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর মোট ১৬ ম্যাচ খেলেছেন, যার সর্বশেষটি ২০০৫ সালে। সর্বশেষ সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের ইতিহাস রাঙানো কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয়ের সেই ম্যাচ। টেস্টে নাফিসের অভিষেক হয় ২০০৪ সালে, ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দুই বছরে টেস্ট খেলেছেন ১১টি, যার সর্বশেষটি ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে।