আরেকটি ফাইনালে জোকোভিচ-আলকারাজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

২০১৪ ও ২০১৫ সালের পর প্রথমবার টানা দ্বিতীয় উইম্বলডন ফাইনালে মুখোমুখি একই জুটি। সেবারও ছিলেন নোভাক জোকোভিচ, আবারও তিনিই এই কীর্তিতে ভাগ বসালেন। ওইবার তার প্রতিপক্ষ ছিলেন রজার ফেদেরার, এবার কার্লোস আলকারাজ। গত বছর জোকোভিচকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজ। গত শুক্রবার প্রথম সেমিফাইনালে পঞ্চম র‌্যাঙ্কিংধারী দানিল মেদভেদেভের কাছে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানো জয় পেয়েছেন তিনি। ৬-৭ (১/৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে জিতে আলকারাজ তার চতুর্থ গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করেন। এদিকে অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড অষ্টম শিরোপা জেতা ফেদেরারের পাশে বসার অপেক্ষায় জোকোভিচ। এজন্য জিততে হবে আরেকটি ম্যাচ। ৬-৪, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে টুর্নামেন্টে দশম ও স্লামসে ৩৭তম ফাইনালের টিকিট কাটেন সার্ব তারকা।

৩৭ বছর বয়সী জোকোভিচ আরেকটি ম্যাচ জিতলেই সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন হবেন। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন শিরোপা হারানো সার্ব তারকা গত বছরের হারের শোধ তুলে রেকর্ড ছোঁয়া ২৫তম গ্র্যান্ডস্লাম জিততে পারেন কি না, দেখার অপেক্ষায় ভক্তরা।