ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোপা আমেরিকা

আর্জেন্টিনার ইতিহাস না কলম্বিয়ার অপেক্ষার শেষ?

আর্জেন্টিনার ইতিহাস না কলম্বিয়ার অপেক্ষার শেষ?

কোপা আমেরিকার ৪৮তম ফাইনালে দারুণ প্রাপ্তি হাতছানি দিচ্ছে হারের কথা ভুলতে বসা দুই দলকে। উরুগুয়েকে পেছনে ফেলে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চূড়ায় ওঠার সুযোগ শিরোপাধারী আর্জেন্টিনার সামনে। অন্যদিকে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া কলম্বিয়া। আর্জেন্টিনার হারানোর কিছু নেই। কলম্বিয়ার সামনে আছে পাওয়ার মতো অনেক কিছু। ইউরো-বিশ্বকাপ-ইউরো, ঐতিহাসিক ট্রেবল জিতে হইচই ফেলে দিয়েছিল স্পেন। সেই পথেই হাঁটছে আর্জেন্টিনা। তাদের সামনে সুযোগ কোপা-বিশ্বকাপ-কোপা, ঐতিহাসিক ট্রেবল জেতার। যে পথে দেওয়াল হয়ে দাঁড়ানো কলম্বিয়ার সামনে ২৩ বছর পর ফের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। কোপা আমেরিকার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। শক্তি-সামর্থ্য কিংবা বর্তমান পারফরম্যান্স- সার্বিক দিকেই এগিয়ে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ফেলে দেওয়ার জো নেই। তারা ফাইনালে এসেছে দুর্দান্ত ফুটবল খেলে। আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় ফাইনাল। আর এই মঞ্চে আসতে কলম্বিয়াকে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। সর্বশেষ ২০০১ সালে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বড় শক্তি তার দলটাই। পুরো দলে কোনো খুঁত নেই। গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে প্রতিপক্ষের গোলমুখে লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজ। মাঝখানে অ্যাঞ্জেল ডি মারিয়া-রদ্রিগো ডি পল-হুলিয়ান আলভারেজরা তো আছেনই। কাকে রেখে কাকে দিয়ে শুরু করাবেন, সেই মধুর সমস্যায় স্কালোনি পড়েছিলেন সেমি ফাইনালে কানাডার বিপক্ষে ম্যাচেই। অন্যদিকে, কলম্বিয়াও দল হিসেবে নিজেদের গড়ে তুলেছে নতুনভাবে। কোচ নেস্তর লরেঞ্জোর অধীনে পুনরুত্থান ঘটেছে লাতিন এই দলটির। যে লরেঞ্জো আবার নিজেও আর্জেন্টাইন। নিজ দেশের বিপক্ষে ফাইনালে লরেঞ্জোর বড় শক্তি দলের অধিনায়ক হামেস রদ্রিগেজ। চলমান কোপায় সবচেয়ে বেশি ছয়টি অ্যাসিস্ট তার। ফাইনালে তার দিকেই চেয়ে থাকবে দল। তাকে ঘিরেই সাজানো হবে রণকৌশল। ফাইনাল প্রসঙ্গে লরেঞ্জো বলেন, ‘আমাদের খেলোয়াড়দের বলব শান্ত থাকতে। ম্যাচে প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। মনযোগ হারানোর কোনো সুযোগ নেই। হামেস পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। দলের সবাই মিলে তাকে সাহায্য করছে। ফাইনালেও এটি বজায় রাখতে হবে।’ আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেন, ‘আমরা ম্যাচের (ফাইনাল) জন্য প্রস্তুত। আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে।

কলম্বিয়া কঠিন প্রতিপক্ষ, ম্যাচটি সহজ হবে না। তবে, আমাদের ছেলেরা প্রতিপক্ষকে বিশ্লেষণ করেই মাঠে নামবে।’ সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪২ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া। দুদলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারী মেসিদের। আর্জেন্টিনার ২৫ জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় ৯টিতে। বাকি আট ম্যাচ ড্র হয়েছে। যদিও ফাইনালে খাটে কোনো পরিসংখ্যান। গোলের খেলা ফুটবলে একটি গোলই গড়ে দিতে পারে পার্থক্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত