ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোপা আমেরিকা

‘যা চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছি’

‘যা চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছি’

বেজে উঠেছে বিদায়ের সানাই। কোপা আমেরিকার ফাইনালের পরই আর্জেন্টিনা ফুটবল থেকে অতীত হয়ে যাবেন আনহেল দি মারিয়া। যার হাত ধরেই ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে জিতেছে বিশ্বকাপও। আর্জেন্টিনার প্রতিটি জয়ের অন্যতম নায়কের নামই যে দি মারিয়া।

যে জার্সিতে আলবিসেলেস্তে সমর্থকদের অসংখ্য সুখস্মৃতি উপহার দিয়েছেন দি মারিয়া। বিদায়বেলায় তাকে বেশ আবেগপ্রবণই দেখা যাচ্ছে, যা এর আগেও জানিয়েছিলেন দীর্ঘ সময়ের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি। ফাইনালে নামার আগে দি মারিয়া আবেগঘন একটি বার্তা দিয়েছেন। কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে যে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানবেন, সেটি আগেই জানিয়েছিলেন দি মারিয়া। কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর এই অ্যাটাকিং মিডফিল্ডার সেটি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। তাই তো বিদায়ী ম্যাচের আগে তার হাতে বিশেষ জার্সি তুলে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাতে পর্তুগিজ ভাষায় লেখা– ‘গ্র্যাসিয়াস ফিদেও’। এর মধ্য দিয়ে আর্জেন্টাইনদের কাছে ফিদেও নামে পরিচিত তারকাকে তার নিবেদনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। আর্জেন্টিনার জার্সিতে ১৬ বছর খেলেছেন দি মারিয়া। যাদের হয়ে তিনটি ফাইনালে তার গোল করারও রেকর্ড আছে। সেই ফাইনালের মঞ্চ দিয়েই তিনি বিদায় নিতে যাচ্ছেন। তার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে একটি ছবি স্টোরি দিয়েছেন দি মারিয়া। আবেগঘন হয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি যা চেয়েছি জীবন তার চেয়েও আমাকে অনেক বেশি দিয়েছে।’ একই ছবি মেসিও নিজের স্টোরিতে দিয়েছেন। জাতীয় দলে প্রায় দেড়যুগ একসঙ্গে খেলেছেন মেসি ও ডি মারিয়া। বিদায়ের আগে সতীর্থের কাছে এবারের ফাইনালেও একটি গোল আশা করেন মেসি। স্বদেশি সংবাদমাধ্যম ডি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কে জানে, সে হয়তো ফাইনালে আরেকটি গোল করবে, যেমনটা সে আগে খেলা ফাইনাল ম্যাচগুলোতে করেছে। এটি অসাধারণ হবে।’ আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন দি মারিয়া। সেখানে গোল করেছেন ৩১টি। গোলের সংখ্যা অনেক না হলেও তার তিনটি গোলের স্মৃতি আজীবন থেকে যাবে আর্জেন্টাইন ভক্তদের মনে। তার গোলেই গত কপার ফাইনালে শিরোপা খরা কাটে আর্জেন্টিনার। এরপর ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপেও তার পুনরাবৃত্তি করেন ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত