১ কোটি রুপি অনুদান

ক্যান্সার আক্রান্ত গায়কোয়াড়ের পাশে বিসিসিআই

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ভারতের সাবেক ক্রিকেটার, ম্যানেজার ও কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন। তার পাশে এসে দাঁড়াল বিসিসিআই। তার চিকিৎসার জন্য ১ কোটি রুপি দিচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ড। সাবেক ভারতীয় এই ক্রিকেটার ও কোচের চিকিৎসা এখন চলছে লন্ডনের এক হাসপাতালে। চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। বিষয়টা সবার আগে বিসিসিআইয়ের নজরে আনেন সন্দীপ পাতিল। এরপর ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও বোর্ডের কাছে আবেদন জানান। এমনকি পেনশনের টাকাও তাকে দিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। গায়কোয়াড়ের চিকিৎসা চলছে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে। সেখানেই তাকে দেখতে গিয়েছিলেন পাতিল ও দিলীপ বেঙ্গসরকার। এরপর পাতিল ফোনে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টা বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানতে পেরেই যোগাযোগ করেন গায়কোয়াড়ের পরিবারের সঙ্গে। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর গতকাল রেবাবার বিসিসিআই জানায়, ১ কোটি রুপি দেওয়া হবে তাকে, তার চিকিৎসা ব্যয় বহনের জন্য।