ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিদে মাস্টার হলেন সাকলাইন

ফিদে মাস্টার হলেন সাকলাইন

শ্রীলঙ্কায় স্বর্ণপদক জিতে ক্যান্ডিডেট মাস্টার থেকে ফিদে মাস্টার টাইটেল পেলেন বাংলাদেশে দাবাড়ু সাকলাইন মোস্তফা সাজিদ। গতকাল সোমবার কলম্বোতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকেই সাকলাইন এককভাবেই সবার উপরে ছিলেন। শেষ রাউন্ডে সাকলাইনের প্রয়োজন ছিল ড্র। কাজাখস্তানের দাবাড়ুর সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করেন সাকলাইন। দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি কলম্বো থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াইটসআপে বলেন, ‘সাকলাইন চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার টাইটেলও পেয়েছে।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সাজিদ ক্যান্ডিডেট মাস্টার থেকে ফিদে মাস্টার হয়েছে।’ দাবায় ক্যান্ডিডেট মাস্টার দিয়ে টাইটেল শুরু। এরপর ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার ও সবশেষে গ্র্যান্ডমাস্টার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত