ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রক্তপাত চান না শরীফুল-হৃদয়

রক্তপাত চান না শরীফুল-হৃদয়

কোটা সংস্কার আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজধানী ঢাকায় সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশেই। শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এ নিয়ে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাওহীদ হৃদয়।

এলপিএলের এবারের মৌসুমে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নিৃ. আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’ ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএলে খেলা শরিফুল ইসলাম তার ফেসবুক পেজ থেকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’ কোটা সংস্কার আন্দোলনে হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হয়েছেন ক্রিকেটাররাও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত