পুলিশ চ্যাম্পিয়ন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা দেখলেন দর্শকরা। গতকাল মঙ্গলবার পলটনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে নৌবাহিনী ও পুলিশের মধ্যকার সমাপনী খেলা দেখতে দুই দলের সমর্থক ও বিভিন্ন ডিসিপ্লিনের শ’দুয়েক খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। কিন্তু দূর্ভাগ্য নৌবাহিনীর। পুরো খেলাজুড়ে সমান পয়েন্টে থাকলেও শেষ পর্যন্ত অর্জিত পয়েন্টে হার মানতে হয় তাদের। রেফারির শেষ বাঁজি যখন বাজে, তখন নৌবাহিনী ও পুলিশ দুই দলই ৩১ পয়েন্টে দাঁড়িয়ে। প্রথমার্ধেও দু’দলের পয়েন্ট ছিল ১২-১২। পরে পুরো লিগে অর্জিত পয়েন্টের ভিত্তিতে পুলিশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুলিশের কোচ বাদশা মিয়া বলেন, ‘আমরা লিগে বিজিবিকে ৫৩-২৮, সেনাবাহিনীকে ৩৩-৩০ ও বিমানের সঙ্গেও তিন পয়েন্টে এগিয়ে থেকে জিতেছি। তাই পুরো লিগে আমাদের অর্জিত স্কোর +৩১ এবং নৌবাহিনীর +১৯। তাই স্কোরে এগিয়ে থঅকায় আমরাই শিরোপা জিতেছি।’ নৌবাহিনীর কোচ রাকায়েত হোসেন বলেন, ‘পুলিশ দল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুটি একই সংস্থার। এই দুই দলের দেখায় পুলিশ ৮০-২৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছিল ডিএমপিকে। ওই স্কোরের পার্থক্যটা আমরা কাভার করতে পারিনি আমরা। তাই সমান পয়েণ্ট থাকলেও রানার্সাপ ট্রফি মানতে হয়েছে আমাদের।’ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক এবং কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) ও কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক গাজী মো. মোজাম্মেল হক ও স্বপ্নভূমি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান উপস্থিত ছিলেন।