ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যৌনতা প্রতিরোধে

প্যারিস অলিম্পিকে বিশেষ বিছানা!

প্যারিস অলিম্পিকে বিশেষ বিছানা!

অপেক্ষার প্রহর শেষ। আজ আনুষ্ঠানিক পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে খ্যাত অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে এবারের আসর। গেমস শুরু হওয়ার আগেই আলোচনায় এসেছে প্রতিযোগীদের মাঝে যৌনতা এড়াতে বিশেষ বিছানা ব্যবহার করার খবর। তিন বছর আগে অলিম্পিকের আসর বসেছিল জাপানের টোকিওতে। করোনা মহামারী চলাকালীন সময়ে সেবার প্রতিযোগীদের অন্তরঙ্গ হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সেবার অলিম্পিক ভিলেজে বিশেষ বিছানা তৈরি করেছিলেন আয়োজকরা। যে বিছানায় প্রতিযোগীরা যৌনতায় লিপ্ত হতে পারতেন না। এ বছর প্যারিস অলিম্পিকেও থাকছে সেই বিছানা। টোকিওতে এই ধরনের বিছানা থাকায় আপত্তি করেছিলেন প্রতিযোগীরা। তাদের অভিযোগ, এই ধরনের বিছানায় স্বাচ্ছন্দ্যের অভাব রয়েছে। কিন্তু প্যারিস অলিম্পিকের আয়োজকরা সেদিকে কান দেননি। অলিম্পিক ভিলেজে ব্যবহার করা বিছানা কেমন তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে এবং এলেন পেরেজ। সেই বিছানা কতটা শক্ত তা পরীক্ষা করে দেখেছেন তারা। কার্ডবোর্ডের তৈরি বিছানায় প্রতিযোগীদের লাফাতে এবং নানা রকম অনুশীলন এবং কসরত করতেও দেখা যায়। এছাড়াও আইরিশ জিমন্যাস্ট রাইস ম্যাকক্লানাঘানও বিছানা পরীক্ষা করে দেখেছেন এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘গতবারও আমি বিছানা পরীক্ষা করেছিলাম। সেবার আমার পরীক্ষায় পাস করেছিল এই বিছানা। সেবার হয়তো আমি খুব বেশি কঠিন পরীক্ষা নিইনি।’ তবে প্যারিস অলিম্পিকে যৌনতা প্রতিরোধী বিছানা ব্যবহারের যে খবর রটেছে তা অসত্য বলেও দাবি করেন তিনি। অলিম্পিক ভিলেজে কার্ডবোর্ডের তৈরি বিছানা ব্যবহারের কারণ সেগুলোতে একজনের বেশি থাকলেই তা ভেঙে যাবে। তবে প্রতিযোগীদের দেয়া ভিডিওতে দেখা যায়, বিছাঙ্গুলো বেশ শক্ত-পক্ত। ফলে সেগুলো সহজে ভাঙবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত