ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছে নেই ’

‘পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছে নেই ’

১৯৯৯ থেকে ২০২৪, দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দীর্ঘ পথচলায় উত্থান-পতনের শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন এই অলরাউন্ডার। সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন তিনি। এরপর মাঝের লম্বা সময় জাতীয় দলের ঢোকার চেষ্টা চালিয়ে গেছেন এই তারকা। তবে তার অপেক্ষা আর দীর্ঘ না করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মালিক। সম্প্রতি পাকিস্তানি এক টিভি শোতে কথা বলতে গিয়ে পাকিস্তানের হয়ে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা জানান এই অলরাউন্ডার। শোয়েব বলেন, ‘অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই।’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন মালিক। এদিকে জাতীয় দলের কোচিং করানোর কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত