প্রথম স্বর্ণপদক চীনের

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অলিম্পিক গেমসের পদক তালিকায় বরাবরই প্রাধান্য থাকে চীনের। সবসময়ই তাদের অবস্থান থাকে ওপরের দিকে। স্বর্ণপদকের হিসাবেও এশিয়ার দেশটির রাজত্ব চলে। স্বাভাবিকভাবেই প্যারিস অলিম্পিকের আগেও আলোচনায় ছিল তাদের স্বর্ণ জয়ের সংখ্যা। চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্যেদিয়ে গত শুক্রবার উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। আনুষ্ঠানিক উদ্বোধনের পরদিনই আসরের প্রথম স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। আর এই পদক জিতে নিয়েছে চীন। গতকাল শনিবার চাতুরক্সে প্যারিস অলিম্পিকের মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটি কিম জিহিওন এবং পার্ক হাজুন জুটিকে ১৬-১২ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় চীনের হুয়াং ইউটিং এবং শেং লিহাও জুটি। প্রথম রাউন্ডে জিতলেও এরপর পিছিয়ে পরে শেষ পর্যন্ত হেরে যায় কোরিয়ান জুটি। প্রথম স্বর্ণ চীনের হুয়াং ইউটিং এবং শেং লিহাও জুটি পেলেও প্রথম পদকটি পেয়েছে কাজাখস্তানের মিশ্র জুটি আলেকজান্দ্রা লে ও ইসলাম সাতপায়েভ। একই ইভেন্টে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিচ ও আনা ইয়ানসেনের বিরুদ্ধে ১৭-৫ ব্যবধানে জিতে ব্রোঞ্জ পেয়েছেন তারা। ১৯৯৬ সালের পর শুটিংয়ে এটি কাজাখস্তানের প্রথম অলিম্পিক পদক।

শুটিংয়ের পর ডাইভিংয়েও প্রথম সোনা চীনের। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ের সোনা নিজেদের করে নেয় চীন। অ্যাকুয়াটিক সেন্টারে সিনক্রোনাইজড তিন মিটার স্প্রিংবোর্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৩৭.৬৮ স্কোর গড়ে সেরা হন চীনের ইয়ানি চ্যাং-ইওয়েন চেন জুটি। ৩১৪ দশমিক ৬৪ স্কোর করে যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও ক্যাসিডি কুক জুটি পেয়েছেন রুপা। ৩০২ দশমিক ২৮ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে ব্রিটেন। উল্লেখ্য, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম স্বর্ণপ্রদকের লড়াই হয় শুটিংয়ে। প্রথম দিনে আরো ১৩টি পদক ইভেন্টের লড়াই হবে। যার মধ্যে রয়েছে পুরুষদের রাগবি সেভেনস, সাইক্লিং, ডাইভিং, ফেন্সিং, জুডো, স্কেটবোর্ডিং ও সাঁতার।