আগেই পাকিস্তানে যাচ্ছেন মুশফিক-মুমিনুল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সাদা পোশাকের ক্রিকেটে দেশের সবচেয়ে অভিজ্ঞ দুই সৈনিক মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুজনেই সাবেক টেস্ট অধিনায়ক। তবে একজনের ক্যারিয়ার শেষের পথে, আরেকজনের মধ্যগগনে। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও তাদের দেখা যেতে পারে ‘এ’ দলের হয়ে খেলতে! প্রস্তুতি ঘাটতি পূরণ করতে এমন একটা উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণত জাতীয় দলের অন্যতম পাইপলাইন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে ‘এ’ দলকে। নবীন ক্রিকেটার এবং জাতীয় দলের সংস্পর্শে থাকা ফর্ম হারানো ক্রিকেটাররা এ দলে খেলে থাকেন। তাই বলে মুশফিক-মুমিনুলের মতো অভিজ্ঞরা খেলবেন এই দলে? আগামী ৬ অগাস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে তারা দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সফরেই দেখা যেতে পারে মুশফিক-মুমিনুলকে। তারা ছাড়াও জাতীয় দলের নিয়মিত আরো একাধিক তারকাকে ‘এ’ দলে দেখা যেতে পারে। মুমিনুল হক খেলেন শুধু টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট না থাকলে লম্বা গ্যাপ পড়ে যায় তার। মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় চলতি বছর লম্বা সময় ধরে আছেন বাইরে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি। ঘাটতি পূরণে ‘এ’ দলে রাখা হচ্ছে তাদের।

১৭ অগাস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাবে জাতীয় দল। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডি ও ৩০ অগাস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ‘এ’ দলের হয়ে পাকিস্তান গেলে জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজ শেষ করে ফিরবেন মুশফিক-মুমিনুল। একটি সূত্র জানিয়েছে, তাদের নাকি এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তারা রাজি হননি। এদিকে চট্টগ্রামে চলছিল হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার সীমিত ওভারের চারটি প্রস্তুতি ম্যাচ। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাতিল হয়ে যায় দুটি ম্যাচ। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে কেন্দ্র করে টেস্ট দলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য চট্টগ্রামে দুই দিনের একটি ম্যাচ আয়োজন করেছে বিসিবি। এই ম্যাচে অংশ নেবেন টেস্ট দলের মুশফিকুর রহিমণ্ডমুমিনুল হকসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আপাতত একটি ম্যাচের জন্য লাল দল ও সবুজ দল নামে দুটি দল গঠন করেছে বিসিবি। কারফিউ শিথিল হওয়ায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুলিশি পাহারায় সীমিত পরিসরে অনুশীলন করেছেন হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। তবে গতকাল বুধবার বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকায় ফিরেছেন। মূলত সীমিত ওভারের টুর্নামেন্ট খেলতে বেশ কিছু ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন। আগামী ২৫ জুলাই দুইদিনের ম্যাচটি শুরু হবে। দুই দিনের ম্যাচ শেষে আগামী ২৯, ৩০ ও ৩১ জুলাই তিনদিনের একটি ম্যাচও মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। এরপর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল।