প্যারিস অলিম্পিক

বাছাই পর্বেই বাদ রবিউল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চলমান প্যারিস অলিম্পিকে বাংলাদেশের আশা-ভরসার প্রতিক আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলাম। তিরন্দাজ সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই। এখানো টিকে আছেন তিনি। তবে আশার বেলুন ফুটো করে দিয়েছেন রবিউল। ১০ মিটার এয়ার রাইফেলে বাছাই পর্বেই শেষ হয়েছে তার মিশন। গতকাল রোববার ফ্রান্সের সাতেউরো শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জন শুটার অংশ নেন। এই পর্বের সেরা ৮ শুটার ফাইনাল পর্যায়ে খেলবেন। রবিউল ইসলাম ৬২৪.২ স্কোর করেন। ৪৯ জনের মধ্যে তিনি ৪৩ তম। বিদায় নেন প্যারিস অলিম্পিক থেকে। সাধারণত বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলে থাকেন ওয়াইল্ড কার্ডের সহায়তায়। আবদুল্লাহ হেল বাকি ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫ তম হয়েছিলেন। যা অলিম্পিক গেমসে বাংলাদেশের কোন শুটারের সর্বোচ্চ অবস্থান। বাংলাদেশে অলিম্পিকে পদকের প্রত্যাশা সেই অর্থে থাকে না। আর্চার ও শুটারের উপর শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলাম দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার আশার বাণী শুনিয়েছিলেন। কিন্তু প্যারিস অলিম্পিকে নিজের সেরা স্কোর করতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তার সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস। বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০ টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম হয়েছেন চাইনিজ শেন লিয়াও ৬৩১.৭ স্কোর গড়ে। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অস্টম হয়েছেন। বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।