ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্যারিস অলিম্পিক

হিজাব নিষিদ্ধ, রাশিয়ার নিন্দা

হিজাব নিষিদ্ধ, রাশিয়ার নিন্দা

প্যারিস অলিম্পিকে হিজাব নিষিদ্ধ করায় ফরাসি অলিম্পিক কমিটির নিন্দা জানিয়েছে রাশিয়া। গত শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, অলিম্পিকে হিজাব নিষিদ্ধ করা ফরাসিদের বৈষম্যমূলক আচরণের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। খবর আনাদোলুর।

মারিয়া জাখারোভা বলেন, হিজাব পরার কারণে ফরাসি মুসলিম দৌড়বিদ সোনকাম্বা সিলাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে ফান্স একজন ক্রীড়াবিদের পোশাক পরার অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে।

ফরাসি অলিম্পিক কমিটির প্রধান ডেভিড ল্যাপার্টিয়ান এর আগে বলেছেন, নারী ক্রীড়াবিদদের অলিম্পিকে হিজাব পরার অধিকার নেই। এদিকে, ফরাসি অলিম্পিক কমিটি দাবি করেছে যে, তারা হিজাব নিয়ে এই সমস্যার সমাধানের জন্য একটি সমাধান খুঁজছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত