ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ফুটবল সিরিজ খেলে দেশে ফিরেছেন সাবিনা খাতুনরা। গতকাল রোববার সকালে চার্টার্ড বিমানে করে থিম্পু থেকে রওয়ানা হয়ে সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন লাল সবুজের মেয়েরা। দুই ম্যাচ সিরিজ খেলতে ভুটানের গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দুটি ম্যাচেই পিছিয়ে পড়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন সাবিনারা। প্রথম ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়েও শেষে ৫-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ২-০ তে পিছিয়ে পড়েও শেষে ৪-২ গোলে ম্যাচ জেতে বাংলাদেশ।
অক্টোবরে নেপালে অনুষ্ঠেয় সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে এই দুই ম্যাচের অভিজ্ঞতা বেশ কাজে দেবে মেয়েদের। দুই ম্যাচের মধ্যে অন্যতম প্রাপ্তি সাগরিকার হ্যাটট্রিক। নিজেকে প্রমাণ করেছেন তিনি। ফলে সাফে জাতীয় দলে সাবিনাদের সঙ্গে একাদশে দেখা যেতে পারে তাকে।