সমতায় সিরিজ শেষ বাংলাদেশ এইচপি’র

জয়ে কুপোকাত পাকিস্তানের শাহিনস

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল হাসান জয় মূলত একজন ব্যাটার। ব্যাট হাতে তার কারিশমার কথা কারো অজানা নয়। কিন্তু এবার বল হাতেও নিজের মুন্সিয়ানা দেখালেন বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) অধিনায়ক। তার দুর্দান্ত বোলিংয় পাকিস্তান শাহিনসের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছে লাল সবুজের দলটি। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের দলটির বিপক্ষে তৃতীয় দিনেই প্রবল চাপে ছিল বাংলাদেশ এইচপি দল। দ্বিতীয় চার দিনের এ ম্যাচ জিততে ১৬০ রানের মধ্যে শাহিনসের শেষ ৬ উইকেট তুলে নিতে হতো। কিন্তু জেনুইন বোলারদের ব্যর্থতায় হারের পথে ছিল এইচপি। খাদের কিনারে থেকে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওপেনিং ব্যাটার জয়! তবে ব্যাট হাতে নয়, বল হাতে পাকিস্তানের পাঁচ ব্যাটারকে কুপোকাত করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশিরা পেয়েছে ৫ রানের রোমাঞ্চকর জয়। প্রথম ম্যাচ হেরে যাওয়া এইচপি দুটি চার দিনের ম্যাচের সিরিজ তাই শেষ করেছে সমতায়। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ১৪৮ রানে হেরেছিল বাংলাদেশ এইচপি। তাই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচে মাঠে নেমে প্রথম দুই দিন ম্যাচের নিয়ন্ত্রণ ছিল এইচপির হাতেই। তৃতীয় দিনে দারুণ বোলিংয়ের পর ব্যাটিং করে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পাকিস্তানের শাহিনস। গত রোববার ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে দলটি ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩৬ রান। আজ ৬ উইকেট নিয়ে ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে। সকালের শুরুটা বেশ ভালো ভাবেই সামাল দেন হাসিবউল্লাহ ও তৈয়ব তাহির। ৩০ রানের জুটির পর হাসিবউল্লাহ হাফসেঞ্চুরি করে (৫১) আউট হন। তার পরেও সমস্যা হয়নি শাহিনসের। ওমর বিন ইউসুফকে সঙ্গে নিয়ে তাহির দারুণ প্রতিরোধ গড়েন। তাদের করা ৬৫ রানের জুটিতে জয়ের সুবাস পেতে থাকে দলটি। ৪৩ রানের মাথায় জয়ের শিকারে পরিণত হন তাহির। এরপর স্কোরবোর্ডে আরো ৯ রান যোগ হতেই আবার ব্রেকথ্রু এনে দেন জয়। দ্রুত দুই উইকেট হারানোর পরও জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু আনপ্রেডিকটেবল দলটি জিততে পারেনি। হাতে ৩ উইকেট রেখে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু জয় ও হাসান মুরাদের ঘূর্ণিতে মাত্র ৩ রানের মধ্যে শেষ তিনটি উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে তিন বল করেছিলেন জয়। ছিলেন উইকেট শূন্য। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬৯ বল করে তিন উইকেট শিকার করেন তিনি। লিস্ট ‘এ’ তে ২০৯ বল করে ৫ উইকেট তার দখলে। সেই জয় ব্যাট হাতে নয়, বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক। গতকাল সোমবার তার ঘূর্ণিজাদুতে পাকিস্তান শাহিনের ইনিংস ভেঙে পড়ে। ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিয়েছেন। ১৩ ওভারের বোলিংয়ে ২১ রান খরচ করে শিকার করেছেন ৫টি উইকেট-ই। এছাড়া রেজাউর রহমান রাজা তিনটি এবং হাসান মুরাদ শিকার করেন দুটি উইকেট। এর আগে জয় ও আইচ মোল্লার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৫৮ রান করে বাংলাদেশ। পরে রিপন মন্ডল ও রেজাউলের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় শাহিনস। ৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২১৬ রান করলে জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য পায় পাকিস্তানের দলটি।