ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্যারিস অলিম্পিক

স্কুলশিক্ষার্থীর স্বর্ণপদক জয়

স্কুলশিক্ষার্থীর স্বর্ণপদক জয়

অলিম্পিক গেমস মানেই নতুন কিছু, রেকর্ড ভাঙা গড়ার খেলা। প্যারিস অলিম্পিকেও সমান তালে চলছে এই লড়াই। তারই ধারাবাহিকতায় এবার রেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার নারী শ্যুটার বান হায়োজিন। ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন তিনি। অথচ এখনও হাইস্কুলের গণ্ডিও শেষ করতে পারেননি হায়োজিন। কিন্তু অলিম্পিকের মতো মর্যাদাকর আসরে দেশের হয়ে স্বর্ণ পদক জয়ের দুর্দান্ত গৌরব অর্জন করেছেন। শুধু তাই নয়, এটা ছিল গ্রীষ্মকালিন অলিম্পিকে সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার ১০০তম স্বর্ণ। সে দিক দিয়েও তার স্বর্ণটি বিশেষ কিছু। অবশ্য স্বর্ণ জিততে তার সঙ্গে দুর্দান্ত লড়াই করেন রৌপ্য জয়ী চীনের শ্যুটার ১৭ বছর বয়সী হুয়াং ইউটিং। ২২ শট শেষে দুজনেরই পয়েন্ট হয়েছিল ২৫১.৮। তাতে টাইব্রেকে স্বর্ণ পদক নিশ্চিতের লক্ষ্যে ‘শ্যুট অফে’ অংশ নিতে হয় তাদের দুজনকে। সেখানে হায়োজিন ১০.৪ স্কোর করেন। আর ইয়োটিং করেন ১০.৩। অর্থাৎ ০.১ পয়েন্টের ব্যবধানে স্বর্ণ জয় নিশ্চিত করেন হায়োজিন। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন সুইজারল্যান্ডের আন্দ্রে গজনিয়াট। তিনি ২৩০.৩ পয়েন্ট স্কোর করেন। স্বর্ণ জিতে হায়োজিন বলেন, ‘এতো অল্প বয়সে, পরিবারের সদস্যদের ছাড়া ফ্রান্সে এসে আমি বেশ চাপ অনুভব করছিলাম। একাকিত্বও অনুভব করছিলাম।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত