চীন গেল টেবিল টেনিস দল

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অ্যাডভান্স প্রশিক্ষণের জন্য চীন গেল ২০ সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। গত রোববার রাতে চীনের হুনান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছে দলটি। ২০ জনের খেলোয়াড়ের সঙ্গে চারজন কোচও গেছেন ৪২ দিনের অনুশীলনের জন্য। খেলোয়াড়দের মধ্যে ১১ জন ছেলে ও ৯ জন মেয়ে রয়েছে। শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নেয়া ১৪ জন খেলোয়াড় এই ট্রেনিং কোর্সে অংশ নিচ্ছে। বাকি ছয়জনকে ১০ থেকে ১৩ বছর বয়সের মধ্যে মেধার ভিত্তিতে বাছাই করা হয়েছে। দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। ১০ থেকে ১৫ বছর এবং ১৫ থেকে ১৯ বছর বয়স ভাগ করে চলবে প্রশিক্ষণ। চীনে উন্নত প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সি। আজ থেকে ১২ সেপ্টেম্বর ট্রেনিং কার্যক্রম পরিচালিত হবে। বিকেএসপিতে ট্রেনিং কোর্সে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের উৎসাহ দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম (অব.)। বিশেষ অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খোন্দকার হাসান মুনীর।