ফের এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজন করেছিল বাংলাদেশ। তারপর কেটে গেছে আট বছর, আর লাল সবুজের দেশে বসেনি এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। অবশেষে আবারো ‘এশিয়ার বিশ্বকাপ’ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘরের মাঠে বসে এশিয়া কাপ দেখতে টাইগার সমর্থকদের অপেক্ষা করতে হবে আরো তিনটি বছর। সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপ শেষে ছেলেদের টুর্নামেন্টের পরবর্তী সূচি নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়ার কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। এরপর ২০২৭ সালে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। এ কারণেই ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন করা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এর আগে এশিয়া কাপ আয়োজন করা হবে ওয়ানডে ফরম্যাটে। এশিয়া কাপের পরবর্তী এ দুই আসরেই ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান- এই ৫ দেশ ছাড়াও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলও খেলেবে টুর্নামেন্টে। ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতি দল খেলবে দুইটি করে ম্যাচ। এরপর উভয়গ্রুপের সেরা দুই দল নিয়ে পরবর্তী সুপার ফোর ধাপটি হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। সুপার ফোরের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশ সবশেষ এশিয়া কাপ আয়োজন করেছিল ২০১৬ সালে। সেবার ফাইনালেও ওঠেছিল টাইগাররা, তবে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় লাল-সবুজের দলের। প্রসঙ্গত, বিশ্ব আসরের সংস্করণ মাথায় রেখে আয়োজন করা হয় এশিয়া কাপ। যে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকে সেই বছর এশিয়া কাপ হয় টি-টোয়েন্টি সংস্করণে, ওয়ানডে হলে ওয়ানডে সংস্করণে। সেভাবেই চূড়ান্ত করা হয়েছে সামনের দুই আসর। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। এশিয়ান দলগুলো তার আগেই কুড়ি ওভারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রস্তুত করতে পারবে। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তার আগে ওই বছরই বাংলাদেশে হবে ওয়ানডে সংস্করণের আসর। এই দুই আসরেই অংশ নেবে ৬ দেশ। এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দেশ অংশ নেবে সরাসরি। বাকি দলটি আসবে বাছাইপর্ব পেরিয়ে।