দেশি কোচ প্রসঙ্গে মুখ খুললেন পাপন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। তবে তাকে নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য অনেকের কাঠগড়ায় আছেন এই কোচ। চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প হিসেবে অনেকেই চান দেশি কোচকে জাতীয় দলের প্রধান হিসেবে দেখতে। তবে বিসিবি কি চায় সে বিষয়েই ব্যাপক আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে। দেশি কোচ নিয়োগ না হওয়ার পেছনে অনেকেই আঙুল তুলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। অবশ্য বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন দেশি কোচরা আবেদনই করেননা। গেল রোববার নিজ কার্যলয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশি কোচ প্রসঙ্গে পাপন বলেন, ‘আপনারা যেই কথা বলেন না? মানে কেন বললেন এই প্রশ্ন আপনাদের কতবার এটার উত্তর দিছিলাম। আমরা চাইনি লোকাল? কেউ তো এপ্লাই করে না, না কেউ এপ্লাই করেছে দেখেন এ সমস্ত কথা আপনারা বলেন। আমি ওমুক হতে চাই, ওমুক হতে চাই কেউ কোনদিন আমাদের কাছে বলে না। নাজমুল পাপনের বক্তব্য, ‘আপনাদের কাছে বলে আমরা যখন ডাকি আমরা যখন অফার দিই তখন কেউ আমদের কাছে কথা বলে না আবেদনও করে না। কাজেই এগুলা এর আগে বিদেশে আছে তারাও বলেছে, আমাকে কেউ বলে না। আপনারা যদি মনে করেন ফরমালি পত্রিকায় দিয়ে আমরা ইনভাইট করলাম।

এরপর পাপন আরো বললেন, আপনারা যদি মনে করেন দেশের একটা ক্লাবের কোচ করা বা একটা ফ্রাঞ্চাইজির করা আর আইসিসি ওয়ার্ল্ড কাপ টিমের সাথে খেলা এক জিনিস না। এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আমার আসলে কিছু বলার নেই।