ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেইন নদীর দূষণে স্থগিত পুরুষদের ট্রায়াথলন

সেইন নদীর দূষণে স্থগিত পুরুষদের ট্রায়াথলন

প্যারিসের সেইন নদীর দূষণে বাতিল হয়েছিল ট্রায়াথলনের অনুশীলন। তার পরেও মূল প্রতিযোগিতা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছিলেন। কিন্তু কোথায় কী! পুরুষদের ট্রায়াথলনের পূর্বনির্ধারিত ইভেন্টটি স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে নদীর দূষণের উচ্চ মাত্রা। ফলে ইভেন্টটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার হওয়ার কথা থাকলেও সেটি আজ বুধবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আয়োজকরা আগে বলেছিলেন, প্রতিযোগিতা শুরুর আগে পানির দূষণের মাত্রা গ্রহণযোগ্য সীমার মধ্যে চলে আসবে। কিন্তু প্রত্যাশামতো হয়নি কিছুই। তাই স্বাস্থ্যের কথা ভেবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ট্রায়াথলন। যদি দেখা যায় বুধবার সকালেও ব্যাকটেরিয়ার মাত্রা বেশি তাহলে নারী ও পুরুষ দুই ইভেন্টের প্রতিযোগিতা শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হতে পারে। যদি সেদিনও সম্ভব না হয় তাহলে সুইম অংশটি বাদ করা হতে পারে। তার বদলে ডুয়াথলনে অংশ নেবেন অ্যাথলেটরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত